বাঁশখালীতে বিএডিসির সেচ প্রকল্প পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী

| মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৬:৫২ পূর্বাহ্ণ

বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের সোনাইছড়ি খাল ও মানিক পাঠান খাল খনন সহ বিভিন্ন সেচ প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান।
গতকাল সোমবার প্রকল্প পরিদর্শন কালে ১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে সোনাইছড়ি খাল ও মানিক পাঠান খাল খননের দৃশ্য ঘুরে দেখেন। এছাড়া ওই গ্রামে কৃষকদের প্রশিক্ষণ ও বীজ সংরক্ষণের জন্য স্থাপিত ‘বীজ গ্রাম’ ফুট ব্রিজ, রেইন ওয়াটার হার্ভেষ্টার মেশিন ঘুরে দেখেন।
প্রকল্প পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কাথরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি মু. আতিকুর রহমান চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী মো. ইকবাল, আরজু রহমান প্রমুখ। পরিদর্শনকালে প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, পানি সেচের অভাবে থমকে থাকা কৃষক পরিবার গুলোতে সচ্ছলতা ফিরে এসেছে, যোগাযোগ সক্ষমতা বেড়েছে এবং বিস্তীর্ণ সরকারি জায়গা স্বয়ংক্রিয়ভাবে উদ্ধার হয়েছে। মাঠের পর মাঠ ফসলি ক্ষেতে নব জাগরণ সৃষ্টি হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধআন নূর হিফ্‌জুল কোরআন মাদরাসায় পাগড়ী প্রদান
পরবর্তী নিবন্ধ২ টাকার ইফতার দিচ্ছে করোনা মেডিসিন ব্যাংক