২ টাকার ইফতার দিচ্ছে করোনা মেডিসিন ব্যাংক

| মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৬:৫৩ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজানে অসহায়, দুস্থ-কর্মহীন ভাসমান মানুষের জন্য ২ টাকার বিনিময়ে ইফতার দিচ্ছে করোনা মেডিসিন ব্যাংক। ১ রমজান থেকে এ কার্যক্রম শুরু হয়েছে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সহায়তায়। ডা. মেসবাহ উদ্দিন তুহিন এ কার্যক্রম উদ্বোধন করেন।
নগরীর মোস্তফা-হাকিম কলেজ রোডস্থ গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার সম্মুখে ইফতারের প্যাকেট বিতরণ করা হয়। এ সময় ২ টাকা দিয়ে ইফতার ব্যাংক থেকে পথচারী, রিকশাচালক ও অসহায়-দুস্থরা ইফতার গ্রহণ করেন।
ইফতারির বক্সে রয়েছে -ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, খেজুর, কলা ও আপেল। প্রতিদিন ইফতারের আগে দুই টাকার এ ইফতারির বক্স স্বল্প আয়ের পরিবারের রোজাদারদের মধ্যে আনন্দ বয়ে আনে।
এ বিষয়ে করোনা মেডিসিন ব্যাংকের প্রতিষ্ঠাতা ডা. মেসবাহ উদ্দিন বলেন, অসহায়, দুস্থ, ভাসমান, কর্মহীন ও খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে করোনা মেডিসিন ব্যাংক। করোনা মেডিসিন ব্যাংকের স্বেচ্ছাসেবীরা দিনভর রোযা রেখে ইফতার আইটেমসমূহ প্যাকিং করে বিকালে এসব বিতরণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বিএডিসির সেচ প্রকল্প পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী
পরবর্তী নিবন্ধসফলতার ১০ম বর্ষে ইউনিয়ন ব্যাংক