আন নূর হিফ্‌জুল কোরআন মাদরাসায় পাগড়ী প্রদান

| মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৬:৫২ পূর্বাহ্ণ

আন নূর হিফ্‌জুল কোরআন মাদরাসায় হিফজ সমাপ্তকারী ছাত্রদের সনদ ও সম্মাননা পাগড়ী প্রদান উপলক্ষে দস্তরে ফজিলত সম্মাননা বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্‌বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু।
চিটাগাং প্রাইভেট মাদরাসা এসোসিয়েশন সভাপতি হাফেজ মওলানা মো. তৈয়ব ও তালিমূল কোরআন কমপ্লেক্সের সভাপতি হাজী মো. শাহ জাহানের যৌথ সভাপতিত্বে এবং আন নূর হিফ্‌জুল কোরআন মাদরাসার হিফজ অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. জোবায়ের সিদ্দিকীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর যুবলীগ সদস্য সাখাওয়াত হোসেন স্বপন, হেলাল উদ্দিন, আবু বকর চৌধুরী, সনত বড়ুয়া, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, নগর যুবলীগ নেতা আবুল বশর, এড. সৈয়দ রবি, সাইফুল করিম, মো. রুবেল, শহিদুল ইসলাম শহীদ, খোরশেদ আলম, ইমরান আহমেদ শাওন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার চেতনার অধিকারী একজন খাঁটি ঈমানদার মুসলমান। তিনি কখনও ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। তারই যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকাণ্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নীত করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলেখালেখির রাজধানী হতে পারে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বিএডিসির সেচ প্রকল্প পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী