বাঁশখালীতে বালু উত্তোলনকা‌লে ড্রেজার, পাইপ ও বালু জব্দ

বাঁশখালী প্রতিনি‌ধি | মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর, ২০২২ at ১১:৫৮ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে অবৈধভাবে ছড়া হতে বালু উত্তোলনে করে পুকুর ভরাটে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন, বালু পরিবহনে ব্যবহৃত আনুমানিক ৫০০ ফুট পাইপ ও ভরাটকৃত বালু জব্দ করে স্থানীয় ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. সেলিমের জিম্মায় দেয়া হয়।

এছাড়া, একই ছড়া থেকে বালু উত্তোলনের দায়ে পূর্ব বৈলছড়ির আবু তাহেরের ছেলে মো. সেলিম(৩৫)কে আটক করা হয় এবং উত্তোলিত বালু তাৎক্ষণিক নিলামের মাধ্যমে ১০ হাজার টাকায় বিক্রয় করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ব‌লেন, “যেখা‌নে অ‌বৈধভা‌বে বালু ও পাহাড় কাটা হ‌বে, যে বা যারা এ কা‌জে জড়িত তা‌দের আই‌নের আওতায় আনা হ‌বে, প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।”

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীর পায়ে গরম চা ঢেলে দিল ছাত্রলীগ নেত্রী
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা