বাঁশখালীতে দুটি সড়কের সংস্কার কাজ উদ্বোধন

ব্যয় ১১ কোটি ৬৭ লক্ষ টাকা

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

বাঁশখালীতে ১১ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয়ে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক ও অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় কালীপুর ইউনিয়নের গুনাগুরি থেকে বাহারছড়া মোশারফ আলী মিয়ার বাজার (অধ্যাপক আসহাব উদ্দিন সড়ক) হয়ে খানখানাবাদ সড়ক ও বৈলছড়ী হয়ে কাথরিয়া চুনতী বাজার সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়। গত সোমবার সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এ সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন। এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম, বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বাঁশখালী পৌর মেয়র এস এম তোফাইল বিন হোসাইন, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, কাথরিয়া ইউপি চেয়ারম্যান ইবনে আমিন, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। সাধারণ জনগণের যাতে চলাচলের কোনো কষ্ট না হয় এলাকার প্রধান সড়ক থেকে শুরু করে অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ২০ বছর পূর্তিতে সপ্তাহব্যাপী এপিক মুনসুন ব্লাস্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধওমরগণি এমইএস কলেজে গণিত বিভাগের ওরিয়েন্টেশন