বাঁশখালীতে ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

বাঁশখালীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপনের অভিযোগে এমভিএম ব্রিকস নামের একটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের রত্নপুরে জলকদর খালের পাশ ঘেঁষে অবস্থিত এমভিএম ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়। বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত ইটভাটা স্থাপন, ইট পোড়াতে কাঠ ব্যবহার, কৃষি জমির মাটি ইটভাটায় ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫ ধারায় ২ লক্ষ টাকা জরিমানা ও আদায় করা হয় । অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় একটি স্কেভেটর জব্দ করে বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদসের জিম্মায় দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধইচ্ছা মানব উন্নয়ন সংস্থার আলোচনা সভা
পরবর্তী নিবন্ধঅংকুর সোসাইটি বালিকা বিদ্যালয়ের কম্বল বিতরণ