বর্ষায় মাতৃমাছ ধরা বন্ধ করুন

| রবিবার , ৪ জুলাই, ২০২১ at ৭:০১ পূর্বাহ্ণ

এসেছে বর্ষাকাল। আমাদের দেশে প্রতিনিয়ত মাছের দাম বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কারণ ব্যাপকভাবে মাতৃমাছ আর পোনা মাছ ধরা। এরই মধ্যে পোনা দিতে শুরু করেছে মাতৃমাছগুলো। এমতাবস্থায় সবাইকে সচেতন করতে হবে। এখন সবচেয়ে উপযুক্ত সময় বর্ষার বৃষ্টিতে মাছের পোনা ছাড়ার। বর্ষার বৃষ্টিতে খালবিল, নদ-নদী, পুকুর-ডোবা পানিতে ভরে যায়। সাধারণত গ্রামের মধ্যে এই পোনা ধরার প্রকোপটা বেশি দেখা যায়। খালবিল ভরাট হয়ে পানি জমি-জমিতি চলে আসে, এ সময়ে মাতৃমাছগুলো পোনা ছাড়ার জন্যে জমির মধ্যে চলে আসে। তখনই বেপরোয়া ভাবে লোভে পড়ে, জাল দিয়ে মৎসজীবীরা পোনা ধরে। অনেকসময় রাতের অন্ধকারে পলো দিয়েও মাছ ধরতে দেখা যায়। আমরাই আমাদের সংকটের জন্য দায়ী। আমরা বুঝে, না বুঝে টাকার অভাবে প্রতিনিয়ত এই সব পোনা এবং মাতৃমাছ ধরছি। গ্রাম্য সরকার অথবা স্থানীয় প্রশাসনের উচিত এই বিষয়ে কঠোর এবং আইনি ব্যবস্থা নেওয়া। এক্ষেত্রে প্রত্যেক গ্রামের মুরুব্বীদের সহযোগিতাও একান্ত কাম্য। তা না হলে আমাদের দেশে মাছের সংকট দেখা দিবে এবং এর ফলে দাম বৃদ্ধি কমবে না। প্রত্যেক গ্রামে অনেক যুব উন্নয়ন সংগঠন রয়েছে, তাদের উচিত এই সময়ে দিকনির্দেশনা মূলক বাণী প্রচার করা। তাহলে আমরা মাতৃমাছ আর পোনা রক্ষা করতে পারবো।

মোঃ সজল হোসেন, শিক্ষার্থী, সমাজতত্ত্ব বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধস্বামী বিবেকানন্দ : দেশব্রতী ও মহান মানবপ্রেমিক
পরবর্তী নিবন্ধসম্প্রীতি বাড়াতে