বর্ষায় কেটেছে দিন

আশীষ সেন | শুক্রবার , ১২ আগস্ট, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

সুদূর প্রবাস ছেড়ে বহুদিন পর তোমারই কাছে আসি
তোমার সঙ্গ চাই,
ছায়াময় ঘরে- একা একেলা ভিজে ভিজে
বর্ষায় কেটেছে দিন।
আমার সকল বেলা একাকার বিষাদের জলে।

ক্ষণিক চোখের দেখা কভুও মেলেনি, আমৃত্যু আরাধনা,
যে দিকে দু’চোখ যায়- এ নগরে সেই দিকে গেছি,
ছুটে গেছি সেইখানে- যেখানে ছিলে না তুমি কোনদিন।

তোমাকে চেনেনি দীন- এ-নগরের এতে অভাজন,
কষ্ট বাড়ে, নদীগুলো রূপোলি জলভরা চোখে
মাতাল শ্রাবণ বর্ষণে নগরীতে ঘাট থেকে ঘাটে
সংসারের ভালোবাসা ডোবায়-ভাসায়।

বৃষ্টিতে মানুষ ভেজে পুকুরের জলে নামে হাঁস
বাউল গানের মতো- উদাসীন দুপুরে একেলা কেঁদেছি
দখিন দুয়ার তবু খুলে দেয়নি কোনো কাঙাল।
সুদূর প্রবাস ছেড়ে বহুদিন পর- তোমারই কাছে আসি,
যতো কাছে আমি তবু মনে হয়, আমি দূর পরবাসী।

পূর্ববর্তী নিবন্ধআলোর গভীরে
পরবর্তী নিবন্ধসমকালীন বাংলা সাহিত্য-পাঠ