আলোর গভীরে

ইফতেখার চৌধুরী | শুক্রবার , ১২ আগস্ট, ২০২২ at ৭:৫০ পূর্বাহ্ণ

আলোর গভীরে থাকে অন্ধ পারাপার,
রহস্যের বেড়াজালে ভোরের আকুতি
অন্তরে লুকিয়ে রাখে অনন্ত প্রতীক্ষা,
অজানা ক্রন্দনে ভাসে কিশোরের বাঁশি
দীর্ঘশ্বাস ঝুলি ভরে ব্যর্থ ভালোবাসা,
বিনিময়ে শোক গাথে বিচ্ছেদের এপার ওপার।

আলোর গভীরে থাকে অন্ধ পারাপার,
চোখের আড়ালে চোখ দৃষ্টির অন্তরালে
নিশীথ আকাশ খুঁজে পরিশ্রান্ত মন,
নক্ষত্র প্রাচীর ভেঙে যেতে চায় আরো অচেনায়
সাদা-ঢাকা কাশবনে যন্ত্রণার ক্ষুব্ধ বসবাস,
হারানোর লুকোচুরি ত্রাসে মিশে হয় একাকার॥

পূর্ববর্তী নিবন্ধকাবুলে বোমা হামলায় তালেবান ধর্মীয় নেতা হাক্কানি নিহত
পরবর্তী নিবন্ধবর্ষায় কেটেছে দিন