বর্ধিত জনসংখ্যাকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসাবে গড়ে তুলতে হবে

হাটহাজারীতে ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:৩৪ পূর্বাহ্ণ

সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, এক সময় জনসংখ্যা বোঝা হলেও এখন জনসংখ্যা বোঝা নয়। জনসংখ্যা এখন সম্পদ। যদি বর্ধিত জনসংখ্যাকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসাবে গড়ে তোলা যায়। প্রযুক্তি শিক্ষায় তাদের উপযুক্ত করে দেশের উন্নয়নে তাদেরকে অংশীদার হিসাবে গড়ে তুলতে হবে। তিনি গত বৃহস্পতিবার হাটহাজারী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক, হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. কাওসার আকতার পপি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) লিঙ্কন চৌধুরী। সভায় অন্যান্যের বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, মুজিবুর রহমান, সরোয়ার মোরশেদ তালুকদার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচবির পরিবহন পুলে যুক্ত হলো তিনটি গাড়ি
পরবর্তী নিবন্ধনিপীড়কের পক্ষেই কি তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়?