বর্তমানের হালচাল

দুলাল বড়ুয়া | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

যতক্ষণ আছেন; ততক্ষণ, খবর নিবে যখন-তখন। শুনবে যখন নাই, খবর নিব কেন ভাই? ক্ষমতায় যখন থাকেন, প্রচুর লোক দেখতে আসেন। ক্ষমতায় যখন নাই, কেন এসে দেখে যাই? অর্থ বিত্ত কাড়ি-কাড়ি, সদা পাছে ঘুরাঘুরি। শুণ্য হলে সব কিছু, কেন নেব তোমার পিছু? সবকিছুতে ভরপুর, মান্যগণ্য বাহাদুরি; নব আত্মীয়ের ছড়াছড়ি, কমতি হলে কিছুতেই, উড়াল দেয় সঙ্গে সঙ্গেই। স্বাস্থ্য সবল, দেহ-মন; কর্ম করেন যোজন-যোজন, রুগ্ন শরীর, নস্ট দেহ; দিবে কি কাজ কাছেরও কেহ? চলছে ভালো দিনকাল, চলছে সবার দেখভাল। আমারতো এলোমেলো, কেনো থাকতে দিই, অন্যকে ভালো? সমাজের প্রিয়জন, জন্মে অনেক আপনজন। ক্রমশঃ ওঠে ওপরে, মিলেমিশে ফন্দি আঁটি, কেমনে নামাই তারে; তিলে তিলে গড়ে ওঠে, সুসম্পকের্র ফুল ফোটে। মিস্ট ভাষায় মিথ্যের গীতি, কানভারীতে রাখি কি- সেই প্রীতি? যার যত ইনকাম্‌, তত বেশী সম্মান। বেকার কিংবা পঙ্গু হন, পরিবারের বোঝা হতে কতক্ষণ? এটাই বর্তমানের হালচাল, জানিনা, চলে কতকাল!
কখন হবে শেষ, এসব ভ্রষ্ট রীতি; আগামীর শুভ কামনায়, টানি ইতি।

পূর্ববর্তী নিবন্ধবিষ প্রয়োগে হুমকিতে জীববৈচিত্র্য
পরবর্তী নিবন্ধক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে হবে