বন্যপ্রাণীর অভয়ারণ্য চাই

| মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

বর্তমান পৃথিবীতে জীববৈচিত্র্যের পরিমাণ বিপুল ভাবে হ্রাস পেতে শুরু করেছে। এর মধ্যে বন্য প্রাণীর অবস্থা খুবই সংকটাপন্ন। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সুন্দরবন এলাকা, সিলেটের পাহাড়ি বনাঞ্চল ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বনাঞ্চলে দেখা মিলত অহরহ বন্যপ্রাণী। কিন্তু বর্তমানে তা অনেকাংশে কমে এসেছে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড় গুলোতে একদশক আগেও যেখানে দেখা মিলত বন্য মায়া হরিণ, শুকুর, কয়েক প্রজাতির বানর, নানা প্রজাতির সাপ। যা এখন বিলুপ্তির পথে। বিশেষজ্ঞদের মতে বাড়তে থাকা জনসংখ্যার চাপ, ব্যাপক হারে বন উজাড়, বন্যপ্রাণী শিকার, পাহাড় কাঁটা, ভারসাম্যহীন পরিবেশ, অবহেলা ও অযত্নের কারণেই বিলুপ্ত হয়ে পড়ছে এই সব বন্যপ্রাণী। পরিবেশবিদরা আশঙ্কা করছেন, এ অবস্থা চলতে থাকলে এক সময় জীববৈচিত্রতা শূন্য হয়ে পড়বে দেশ। এতে দেখা দিতে পারে বিশাল প্রাকৃতিক শূন্যতা। এমতাবস্থায় বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অভয়ারণ্য গড়ে তুলতে হবে এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতে হবে।এমন বিরাজমান পরিস্থিতিতে বন বিভাগ ও বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি দেশের বন্যপ্রাণী সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য। আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হলে বন ও বন্যপ্রাণী অপরিহার্য।

মো. শাকিল আহামেদ

শিক্ষার্থী,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধঅসিতকুমার বন্দ্যোপাধ্যায় : অধ্যাপক ও গবেষক
পরবর্তী নিবন্ধনারীরা বৈষম্যের শিকার