নারীরা বৈষম্যের শিকার

সাজেদা আকতার | মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

বর্তমান সরকার নারীবান্ধব সরকার। নারী শিক্ষায়, নারী উচ্চ শিক্ষায়, নারী ক্ষমতায়নে, নারী উদ্যোক্তা সৃষ্টিতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা অতুলনীয়। কিন্তু দেখা যায, অনেক নারী উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও ঘরের কোণে সারাজীবন কাটিয়ে দেয়। কারণ, নারীরা সর্বক্ষেত্রেই বৈষম্যের শিকার। তারা ঘরেবাইরে দুজায়গায় শ্রম দেয় কিন্তু উপযুক্ত সম্মান ও সম্মানী তারা পায় না। চাকুরি ক্ষেত্রে প্রায়ই বেতন কাটা, অশোভন কথাবার্তা, গণপরিবহনে হয়রানি ইত্যাদি সহেই তাদের চাকুরি করতে হয়। আবার অনেকে বলেন, ‘নারীরা ঘরেই সুন্দর। ঘর দোর সাজিয়ে রাখবে, সন্তান প্রতিপালন করবে। এইতো বেশ।’ কিন্তু সমান সুযোগ সুবিধা পেলে নারীরাও পারে, পিছিয়ে পড়া সমাজটাকে এগিয়ে নিতে। আর এজন্য বিশেষভাবে প্রয়োজন আমাদের পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন।

পূর্ববর্তী নিবন্ধবন্যপ্রাণীর অভয়ারণ্য চাই
পরবর্তী নিবন্ধআমার হার না মানা মা