বন্ধই থাকছে পর্যটন কেন্দ্র, সামাজিক সব অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

ঈদুল আজহা ঘিরে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বিধিনিষেধ এক সপ্তাহের জন্য শিথিল করা হলেও পর্যটন কেন্দ্র বন্ধ রাখাসহ জনসমাবেশের সামাজিক অনুষ্ঠান পরিহারের নতুন নির্দেশনা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এ নির্দেশনার কথা গতকাল বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
তাতে বলা হয়, ঈদ উদযাপনে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সকল বিধিনিষেধ শিথিল করা হলেও এ সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে হবে।
১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত পূর্বের আরোপিত বিধি-নিষেধ শিথিল করা থাকলেও কোভিড-১৯ সংক্রমণ বিস্তার রোধে এ সময়ে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সকল কার্যক্রম পরিচালনা করার কথা বলা হয়েছে। ঈদের ছুটির পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত আগের বিধিনিষেধগুলো আবারও কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধএসএসসি-এইচএসসির সিদ্ধান্ত জানা যাবে আজ