বন্দর-মোহামেডান ব্লুজ পয়েন্ট ভাগাভাগি

সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪৪ পূর্বাহ্ণ

সিজেকেএস-সিডিএফএ আয়োজিত জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি পয়েন্ট ভাগ করে নিয়েছে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের তৃতীয় দিনের এ খেলায় কোন পক্ষ গোল করতে পারেনি। ফলে খেলা শেষে পয়েন্ট ভাগ করে নিয়েই মাঠ ছাড়ে দু’দল। গতকাল বন্দর-মোহামেডান ব্লুজ দু’দলই আক্রমন প্রতি আক্রমন করে খেলে। এ থেকে তারা বেশ কিছু আক্রমণও রচনা করে। কিন্তু দু’দলের ফিনিশিং দুর্বলতায় কারো পক্ষেই গোল পাওয়া হয়নি। প্রথমার্ধের ১৪ মিনিটে মোহামেডান ব্লুজের জাফর ইকবাল বল নিয়ে অনেকটা এগিয়েছিলেন। কিন্তু তার বাম পায়ের শট পোস্টের পাশ দিয়ে বের হয়ে যায়। বন্দরও কিছু পরে সুযোগ পায়। কর্ণার থেকে বল পেয়েও সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি তারা। ৩৩ মিনিটে চমৎকার একটি সুযোগ পেয়েছিল বন্দর। বঙের ভেতর অনেকটা ফাঁকায় ছিলেন বন্দরের আবদুল্লাহ আল মামুন। সামনে গোলকিপারকে একা পান,কিন্তু বাঁ পায়ে বল মেরে দেন ক্রসবারের উপর দিয়ে। দু’মিনিট বাদে বন্দরের প্রকাশ দাশ আবারো মেরে দেন বাইরে। এর কিছু পরেই মোহামেডান ব্লুজ অধিনায়ক টনি বর্মনের শট বাহির দিয়ে চলে যায়। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের সুরাহা হয়নি। দু’দল এ অর্ধেও গোলের চেষ্টা চালায়। কিন্তু কেউই লক্ষ্য ভেদ করতে সক্ষম হয়নি। ৭ম মিনিটে বন্দরের জাকির হোসেনের হেডের চেষ্টা ব্যর্থ হয়। ১৫ মিনিটেও এ দলের মো. রোমানের ফ্রি কিক ঠেকিয়ে দেন মোহামেডান কিপার উত্তম বড়ুয়া। বাকি সময় আক্রমন-প্রতি আক্রমন হলেও কেউ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেননি গোল দেওয়ার ক্ষেত্রে। ফলে খেলা গোলশূন্য ড্র রেখেই মাঠ ত্যাগ করেন দু’দলের খেলোয়াড়রা। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম বন্দর ক্রীড়া ক্রীড়া সমিতির মো. জাহিদ হোসেন। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম।
প্রিমিয়ার লিগে আজকের খেলায় অংশ নেবে কোয়ালিটি স্পোর্টস ক্লাব এবং মাদারবাড়ী উদয়ন সংঘ। বিকাল ৪টায় এ খেলা অনুষ্ঠিত হবে এম এ আজিজ স্টেডিয়ামে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ফুটবল দলের নতুন জার্সি
পরবর্তী নিবন্ধচাইলে আমি, আপনি বাঁচতে পারি ১৩০ বছর!