ছোট্ট একটি গ্রাম, পাশে জলের নদী।
নদীর বুকে পালতোলা সব নাও।
নাইওরি যায় বাপের বাড়ি ছেড়ে স্বামীঘর।
বাপের বাড়ির আদর সোহাগ,
মায়ের হাতের ছোঁয়া ভুলিয়ে রাখে সব।
শীতের পিঠে মিষ্টি পায়েস―
গল্প ভরা জোছনামাখা রাত।
বড়কাপন গ্রামটি তখন গভীর ঘুমে কাতর।
তখন মেয়ের ঘুম ছুটে যায়
ফোটে স্বামীর মুখ।