বঙ্গোপসাগরে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৬ ডিসেম্বর, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। গতকাল সকাল ৯টা ২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।

ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম দিকে, একেবারে ভারতের কাছাকাছি, ভূ-সমতাল থেকে ১০ কিলোমিটার গভীরে।

রাজধানীর আগারগাঁওয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কঙবাজার থেকে ৩৪১ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, টেকনাফ থেকে ৩১৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে।

পূর্ববর্তী নিবন্ধজনসভায় চট্টগ্রামবাসী অংশ নিয়ে প্রমাণ করেছে তারা শান্তির পক্ষে
পরবর্তী নিবন্ধভূমিকম্প : বেশি ঝুঁকিপূর্ণ নগরের তিন ওয়ার্ড