বঙ্গোপসাগরে লাইটার জাহাজডুবি, নিখোঁজ ১২ নাবিক

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ১:৪৯ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে ভাসানচরের অদূরে এমভি সজল তন্ময়-২ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজটির ১২ ক্রু নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ নাবিকদের উদ্ধারে বাংলাদেশ নৌ-বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে।

বাংলাদেশ কোস্টগার্ড সূত্রে জানা যায়, নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাংনিরচর নামক স্থানে এ জাহাজটি ডুবেছে। তবে ঠিক কখন এটি ডুবে গেছে তার সঠিক তথ্য নেই।

কোস্টগার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে লরি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তী নিবন্ধলালদিঘী মাঠে নয়, মেলা ও খেলা হবে জেলা পরিষদ চত্বরে