লাল-সবুজের এই পতাকা আমার
আকাশে উড়িয়ে আজ পাই কত সুখ
এই পতাকার মাঝে মিশে আছে সেই
বঙ্গবন্ধু শেখ মুজিবের মুখ।
দু’লক্ষ মা বোনের সম্ভ্রম আর
কত যোদ্ধার ঘাম ও রক্ত মাখা
কোটি কোটি বাঙালির দ্বীপ্ত সাহসে
আকাশে উড়ছে লাল-সবুজ পতাকা।
অপমান অবিচার বঞ্চনা থেকে
মুক্তির ডাক দিলো শেখ মুজিবুর
স্বাধীনতা-প্রিয় বীর বাঙালি সেদিন
বজ্রকন্ঠে তোলে অবিনাশী সুর।
সে ডাকে চেতনা ফিরে পায় সারাদেশ
সে ডাকে বাঙালি জাগে ভেঙে ভয়-ডর
সে ডাকে যুদ্ধ শুরু…..পৃথিবী অবাক!
বাংলায় বয়ে যায় রক্ত সাগর।
রক্ত সাগরে ডুবে জেগে ওঠে জাতি
ক্ষেপে ওঠে যত বীর আগুনের মতো
বাঁচার জন্য হলো মরন লড়াই
শত্রুরা পরাজিত ক্ষত বিক্ষত।
শত্রু তাড়িয়ে পাই প্রিয় স্বাধীনতা
বিজয় গর্বে আজ ভরে ওঠে বুক
হাতে হাতে ওড়ে লাল-সবুজ পতাকা
বঙ্গবন্ধু শেখ মুজিবের মুখ।