বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের মতবিনিময়

| শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, অধ্যক্ষ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাহমুদুল হক, স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, সিনিয়র সহ-সভাপতি লায়ন এ কে জাহেদ চৌধুরী, দীপংকর চৌধুরী কাজল, বীর মুক্তিযোদ্ধা রেদওয়ানুল হক, এস এম লিয়াকত হোসেন, শিক্ষাবিদ শিবু চন্দ্র দাশ, উত্তম কুমার আচার্য, বিপিন কিশোর চৌধুরী, আবু তাহের, প্রণব রাজ বড়ুয়া, অসীম ইকবাল, কামাল উদ্দিন, জয় সেন বড়ুয়া, নোমান উল্লাহ, বোরহান উদ্দিন গিফারী, প্রান্তিক বড়ুয়া, কাওসার, মোহাম্মদ তারেক, হানিফ, নাঈম সহ অন্যরা। মতবিনিময়ে একুশে পদকপ্রাপ্ত গুণী তিনজনকে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ শুভেচ্ছা স্মারক হস্তান্তর, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানো’ বই উপহার প্রদান করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘গাউসিয়া কমিটি মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ’
পরবর্তী নিবন্ধনতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে হবে