‘গাউসিয়া কমিটি মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ’

বোয়ালখালীতে তাহেরীয়া সুন্নিয়ার সালানা জলসা

| শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ মাদরাসা-এ গাউসিয়া তাহেরীয়া সুন্নিয়া ও গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার সালানা জলসা, দস্তারবন্দী ও সংবর্ধনা অনুষ্ঠান মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মাদরাসা-এ গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়ার সভাপতি আব্দুস সাত্তার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্‌জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। উদ্বোধক ছিলেন মাদরাসা-এ গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়ার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোলায়মান রজভী।
প্রধান বক্তা ছিলেন মাওলানা গাজী আবুল কালাম বয়ানী (ম.)। বিশেষ অতিথি ছিলেন, আনজুমান কেবিনেট কমরউদ্দিন সবুর, গাউসিয়া কমিটি দক্ষিণ জেলার সেক্রেটারি হাবিবুল্লাহ মাস্টার, জয়েন্ট সেক্রেটারি শেখ সালাউদ্দিন, মোজাফফর আহমেদ, চেয়ারম্যান মোহাম্মদ মোকাররম, এস এম জসিম উদ্দিন, শফিউল আলম সেফু, কাজী ওবায়দুল হক হক্কানি, শেখ ইদ্রিস, নুরুল ইসলাম চৌধুরি মুন্সি। মাওলানা মহিউদ্দিনের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন, অধ্যাপক আবুল মনসুর দৌলতী, এস এম মমতাজুল ইসলাম, ইসকান্দর আলম দিদার, মাওলানা ফখরুদ্দিন, আব্দুল জলিল, এস এম ফজলুল কবির, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মোশারফ হোসেন, মাস্টার আরিফুল মতিন নাছির, বেলাল উদ্দিন, মাওলানা জয়নুল আবেদীন কাদেরি, মাওলানা জাহেদুল হক তালুকদার প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন, গাউসিয়া কমিটি মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ। গাউছিয়া কমিটি বাংলাদেশ তরিক্বত ভিত্তিক সংগঠন হওয়া সত্ত্বেও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়িয়ে প্রকৃত অসাম্প্রদায়িকতার পরিচয় দিয়েছে। অসাম্প্রদায়িকতা, মানবতা আর জাতীয় দুর্যোগে নির্ভীক হয়ে দেশের জন্য লড়ে যাওয়ার কারণে গাউসিয়া কমিটি ইতিহাসের অংশ হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধনারী নির্যাতন বন্ধের দাবি
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের মতবিনিময়