নারী নির্যাতন বন্ধের দাবি

প্রতিষ্ঠাবার্ষিকীতে হিল উইমেন্স ফেডারেশনের সমাবেশ

| শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:২১ পূর্বাহ্ণ

হিল উইমেন্স ফেডারেশনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে চট্টগ্রাম নগরীতে নারী সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন। গতকাল শুক্রবার চেরাগী পাহাড় মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে ডিসি হিল থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাব প্রদক্ষিণ করে আবার চেরাগী পাহাড় মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। এতে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪শ’ জন নারী অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা। সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীতি চাকমার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মুক্তি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ইন্দ্রানী সোমা, ডা. সুশান্ত বড়ুয়া, এডভোকেট ভূলন ভৌমিক, অংকন চাকমা, রেশমি মারমা ও শুভ চাক। সমাবেশে বক্তারা নারী নির্যাতন বন্ধসহ নানা দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনুরুল উলুম কামিল মাদরাসায় ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধ‘গাউসিয়া কমিটি মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ’