নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে হবে

স্মৃতিচারণ সভায় এমপি দিদার

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড আসনের সাংসদ দিদারুল আলম বলেছেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দিতে হবে। তাদের মাঝে যত বেশি মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দেয়া যাবে, ঠিক তত বেশি দেশ প্রেম বাড়বে এবং প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ও বুঝতে পারবে। গত বৃহস্পতিবার বিকালে সীতাকুণ্ড পৌরসভা আয়োজিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এমপি দিদারুল আরো বলেন, ৭ই মার্চ বঙ্গবন্ধুর রেডকোর্স ময়দানে অনুষ্ঠিত ভাষণ শুনে পুরোজাতি এক হয়ে যুদ্ধ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলার লড়াকু বীর সন্তানেরা দেশকে রক্ষা করতে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তাই মুক্তিযুদ্ধের ইতিহাস বিশেষ করে নতুন প্রজন্ম ও আগামী প্রজন্মের কাছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ছড়িয়ে দিতে পারলে নতুন প্রজন্মের দেশ প্রেম বাড়বে। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের সভাপতিত্বে ও কাউন্সিলর সফিউল আলম মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আ. লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া। উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সাবেক পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধা নায়েক (অবঃ) সফিউল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, বীর মুক্তিযুদ্ধা বখতিয়ার উদ্দিন, মানিক লাল বড়ুয়া, নুরুল মোস্তাফা খাজা, আবুল কাসেম ওয়াহিদী, কাউন্সিলর মফিজুর রহমান, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, আমজাদ হোসেনসহ মুক্তিযোদ্ধাগণ।
আগুনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ : সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া ৪নং ওয়ার্ড আবুনগর এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত ১০পরিবারকে ২বান টিন ও নগদ ৬ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। গতকাল ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান তুলে দেন সাংসদ দিদারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার শাহাদাত হোসেন, উপজেলার এসিল্যান্ড আশরাফুল ইসলাম, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, আ.লীগ নেতা আব্দুল বারেক সওদাগর, মো. শাহজাহান, সোহাগ, কামরুল হায়দার, আব্দুল মোতালেব, জয়নাল আবেদীন, সেতাফ উদ্দীন, আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা টিটু, এমদাদ, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, আদিল চৌধুরী, আরিফ, সজিব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে তিন লাখ টাকার চোরাই কাঠসহ কাভার্ডভ্যান জব্দ