বঙ্গবন্ধু আছো বাঙালির হৃদয়ে

দিলরুবা আক্তার চৌধুরী | সোমবার , ৮ আগস্ট, ২০২২ at ৭:৪৯ পূর্বাহ্ণ

ভোরের শিশিরে পাখির কলরবে
তুমি রবে নীরবে সবুজের সমারোহে
কৃতজ্ঞ বাঙালির হৃদয় মাঝে
প্রেরণা জাগাতে সকাল সাঁঝে।
তুমি বঙ্গবন্ধু জাতির পিতা
সোনার বাংলার প্রাণের মিতা
সমুদ্রের ঢেউ নদীর কলতান
নাম ঝঁপে শেখ মুজিবুর রহমান।
কিষান কিষানীর সোনালী ধানে
তুমি বেঁচে আছো শিল্পীর গানে
ছাপ্পান্ন হাজার বর্গমাইল ব্যাপী
তোমার স্বপ্নরা দেয় যে উঁকি।
স্বাধীন বাংলার তুমি রূপকার
শত্রুমুক্ত বাংলাদেশ দিয়েছো উপহার
ছিল যে যাদু তোমার বজ্রকন্ঠে
জেগেছে জনতা তোমার তর্জনী হেলনে।
স্বপ্ন বুনেছো তুমি সুনিপুণ কারিগর
কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবো জীবনভর
রক্তপিপাসু বেঈমান হায়েনার দল
বুঝেনি পনেরই আগস্টের হত্যার ফলাফল।
তোমার নাম মুছে দিতে চেয়েছিল বেঈমান
ইতিহাসে তুমি পেয়েছো মহানায়কের স্থান
বঙ্গবন্ধু তুমি অমর তুমি অবিনাশী
কলঙ্কমুক্ত হতে চাই বাকি ঘাতকের ফাঁসি।

পূর্ববর্তী নিবন্ধপ্রণব রায় : গীতিকার চিত্রনাট্যকার ও সাংবাদিক
পরবর্তী নিবন্ধসুস্থতার জন্য প্রয়োজন সচেতনতা