বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে স্বাধীনতা পূর্ণতা পায় : এমপি লতিফ

| বৃহস্পতিবার , ১১ জানুয়ারি, ২০২৪ at ১০:১৮ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গতকাল বুধবার ধানমণ্ডি ৩২নং এ জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন চট্টগ্রাম১১ বন্দর পতেঙ্গা আসন হতে চতুর্থবার নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সাংসদ এম আবদুল লতিফ।

শেষে সাংসদ বলেন, ১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু তার আজীবনের লালিত স্বপ্নের বাংলাদেশে ফিরে আসায় বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিলো। পুরো দেশবাসী অপেক্ষার প্রহর বসালো কখন আসবে তাদের প্রিয় মুজিব ভাই।

তিনি বলেন, বঙ্গবন্ধু না ফিরলে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ অনিশ্চয়তায় পড়ে যেতো। বঙ্গবন্ধুর চৌকশ নেতৃত্বের কারণে দ্রুত বিশ্ববাসীর স্বীকৃতি মিলেছে। যা নতুন একটি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ছিলো। সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশের সংবিধান আমাদের উপহার দেন। যে সংবিধানের উপর দাঁড়িয়ে আছে আমাদের বাংলাদেশ।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগ এর শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, দেবাশীষ পাল দেবু, জাকের আহমদ খোকন, সেকান্দার আজম, জাহিদ হোসেন খোকন, লোকমান হোসেন, মোঃ ইকরামুল ইসলাম, সালাউদ্দীন বাবর, ইমতিয়াজ বাবলা, ইমতিয়াজ সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএলাকার উন্নয়নে ভূমিকা রাখব: এমপি মোতালেব
পরবর্তী নিবন্ধএম এ আজিজের ৫৩তম মৃত্যুবার্ষিকী আজ