বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাঙালি মুক্তির স্বাদ পেয়েছে

চট্টগ্রাম জেলা পরিষদের অনুষ্ঠানে এম এ সালাম

| বৃহস্পতিবার , ১৮ মার্চ, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের ১০ দিনব্যাপী কর্মসূচির শুরু হয় গতকাল বুধবার থেকে জেলা পরিষদের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে। শুরুতে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও শহীদ আত্মীয়স্বজনদের সম্মানে ১ মিনিট নিরবতা পালন শেষে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বেলুন উড়ানো ও কবুতর অবমুক্ত করা হয়। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাঙালি মুক্তির স্বাদ পেয়েছে। বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধুর অবদান দিনের পর দিন, মাসের পর মাস বলেও শেষ করা যাবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সচিব রবিউল হাসান, সিনিয়র সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, সদস্য শেখ মোহাম্মদ আতাউর রহমান, দেবব্রত দাস, জাফর আহমেদ, শওকত আলম, আকতার উদ্দীন মাহমুদ পারভেজ, আ ম ম দিলসাদ, দিলোয়ারা ইউসুফ, রেহেনা বেগম ফেরদৌসী চৌধুরী, মোহাম্মদ ইউনুচ, জসিম উদ্দীন, শাহিদা আকতার জাহান, বেদারুল আলম চৌধুরী বেদারসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংস্কৃতি চর্চার মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণের আশাবাদ
পরবর্তী নিবন্ধকাল জামেয়াতুল মদিনা হাটহাজারীর যিকির ও নাত মাহফিল