বকবন্ধু – কাকবন্ধু

লিটন কুমার চৌধুরী | বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

গ্রামে বক, বকি ও ছানা নিয়ে বসবাস করছে। তাদের প্রধান খাদ্য ছোট্ট মাছ, ফড়িং, ব্যাঙের ছানা ইত্যাদি। কিন্তু আজকাল বিলে তেমন ছোটমাছ,ফড়িং,ব্যাঙের ছানা পাওয়া যাচ্ছে না। কারই মাছের ব্যবসা জেলেদের মধ্যে সীমাবদ্ধ নেই। শহরের বড় বড় বাবু থেকে শুরু করে এখন প্রায় মানুষ মাছের ব্যবসায় নেমে পড়েছে । তাই তারা পুকুরের উপরেও জাল দিয়ে ঘিরে রাখে, বিলে কীটনাশক ব্যবহারে ফড়িং, ব্যাঙ এগুলো মারা যাচ্ছে। পুকুরে ও বিলে বসার কোন জো নেই। সুযোগ পেলে মানুষ ধরে জবাই করে দিচ্ছে। কেঁেচা ও অন্যান্য মাটির নিচের প্রাণীগুলো জন্ম হচ্ছে না বললেই চলে। এদিকে বক, বকি দুজন। তার উপর বাচ্চাটাও আছে। বেঁেচ থাকবে এরকম কোন আশা দেখছে না। তাই একটি নিরাপদ থাকার জায়গা খুঁজে নিয়ে বক, বকির সাথে পরামর্শ করে একদিন উড়াল দিল শহর পানে।

বকের বাচ্চার আর খুশী ধরে না। বাবা শহরে গিয়ে ভালো ভালো খাবার আনবে ,সে তা চেটেপুটে খাবে। তার বন্ধু কাকের ছানা থেকে সে এরকমই শুনেছিল । তার বন্ধু বলেছে , তার মাবাবা প্রত্যেকদিন সকালে শহরে চলে যায়,সন্ধ্যে হলে আবার ফিরে আসে বাসায় তার জন্য খাবার নিয়ে। পরের দিন সে পেটপুরে খায়, আর সাবাদিন ঘুমায়। একথা ভেবে ভেবে সে তার লম্বা ঠোট দুটো একবার হা করে আর একবার বন্ধ করে । তার বাবা শহর থেকে খাবার আনবে এবং সে খেয়ে বন্ধুর সাথে আড্ডা দিবে । এখন বন্ধু ঘুমায় আর তাকে খাবারের খোজে যেতে হয়। যেদিন কিছু পেলে খায় , নাহলে উপোস থাকতে হয় ।

বক শহরে এসে দেখল এখানের অবস্থা আরো খারাপ, চারিদিকে দুর্গন্ধ। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তারপর এসে যখন পড়েছে তাহলে যে কোন ভাবে খাবার যোগাড় করতে হবে। বাড়ির কথা বাদই দিলাম কিন্তু আগে নিজেকে তো বাঁচতে হবে । তারপর অন্য ব্যবস্থা। নালায় কোন মাছই নেই জলগুলো কালো দুর্গন্ধযুক্ত । পলিথিনসহ ময়লা কালো পানিতে ভেসে যাচ্ছে। একটু মাছের গন্ধ পেয়ে একটা পলিথিন ধরে ঠোঁট দিয়ে ছিড়তেই ভ্যাপসা গন্ধ বের হলো। দেখলো সেখানে ২/৩ দিনের হবে পঁচা মাছের আইঁশঁসহ কিছু ময়লা, খাবার যোগ্য নয়, ছেড়েই দিল। কি করবে বুঝতে পারছে না। এটা দেখে কাকের দল একজন আরেকজনের সাথে হাসাহাসি করছে। তারা চিন্তা করছে, কি ব্যাপার বকটা এলো কোথা থেকে ? এমনি আমাদের খাবার কমে গেছে ,তার উপর অন্য ঝামেলা। তাদেন মধ্যে একজন ভালো কাক ছিল। সে বুদ্ধিমানও বটে। সে বলছে নিশ্চয়ই কোন বিপদে পড়ে এসেছে। বক সাধারনত পরিস্কার জায়গায় থাকতে পছন্দ করে। কাকটি আস্তে আস্তে বকের কাছে গেল। বক সামান্য ভয় পেলেও মনে সাহস করে বলল, কি কাক ভাই কেমন আছো ? তোমাদের অনেক বন্ধু, আমাকেও বন্ধু করে নাও না! এতে কাক খুশীই হলো। সবাইকে ডেকে বলল, আমাদের নতুন বন্ধু এসেছে বকবন্ধু। এসো সবাই পরিচিত হয়ে নাও। সবাই এসে বকের চারিদিকে আড্ডা জমিয়ে দিল। একে একে সবাই পরিচিত হলো। শুধু একজন ছাড়া, সেই গ্রাম থেকে আসা কাকটি ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম গণহত্যা ও প্রাসঙ্গিক কথা
পরবর্তী নিবন্ধবাবার জন্য