বইমেলা এবং প্রাসঙ্গিক কথা

| বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ঢাকা চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বইমেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন এ মেলার আয়োজন করে থাকে। মেলায় প্রচুর বই প্রেমীদের সমাবেশ ঘটে। বই মানুষের সর্বোত্তম বন্ধু। আলোকিত মানুষ হতে হলে বই পড়ার কোন বিকল্প নেই।

বই পড়ার মাধ্যমে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটে। বই মানুষকে মহান করে। জ্ঞান আহরণ করতে চাইলে প্রচুর পরিমাণে বই পড়তে হবে। জগতের মহান ব্যক্তিরা সবাই বই প্রেমি। বিশ্বের শ্রেষ্ঠ ধনী বিল গেটস প্রতিবছর শতাধিক বই পড়েন। ওয়ারেন বাফেট প্রতিদিন একটি বই পড়েন। বড় বড় রাজনৈতিক নেতাদের কারাজীবনের একমাত্র সঙ্গী ছিল বই। আমাদের উচিত জ্ঞানবিজ্ঞান, শিল্প সাহিত্য, ইতিহাস দর্শন ইত্যাদি জ্ঞানের মহাসাগরে বিচরণ করা। বই জ্ঞানের উৎকর্ষতা নির্মাণের হাতিয়ার। বই একটি জাতি ও একটি জনগণের ঊর্ধ্বমুখী উত্তরণের পরিচায়ক।

এম.. গফুর,

বলুয়ার দীঘির দক্ষিণপশ্চিম পাড়,

কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধগিরিশচন্দ্র ঘোষ : বাংলা নাটকের কিংবদন্তি শিল্পী
পরবর্তী নিবন্ধএকুশের চেতনা জাগরুক থাকুক