ফ্রান্সকে ‘আক্রমণের পথ জানা আছে’ আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৮ ডিসেম্বর, ২০২২ at ৫:৩০ পূর্বাহ্ণ

আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির আত্মবিশ্বাসের কমতি নেই। বিশেষ করে বিশ্বকাপ ফাইনালের আগে। দেশের দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে এবার শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী আর্জেন্টিনা কোচ। একই সঙ্গে প্রতিপক্ষ ফ্রান্সকে নিয়ে সতর্কও তিনি। বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে তাদের নির্দিষ্ট পরিকল্পনা আছে বলে জানিয়েছেন স্কালোনি। বিশ্বকাপে নিজেদের ৩৬ বছরের শিরোপা খরা ঘোচানোর লক্ষ্যে আজ রোববারের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নামছে আর্জেন্টিনা। ।

চার বছর আগের বিশ্বকাপে এই ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচের পর প্রথমবার দেখা হচ্ছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দল দুটির। ফাইনালের আগের দিন গতকাল সংবাদ সম্মেলনে স্কালোনি প্রত্যয়ী কণ্ঠে বলেন, এবারের লড়াইয়ে জয়ের ব্যাপারে আশাবাদী তারা।

শেষ আটে নেদারল্যান্ডসকে হারানো ম্যাচের পুনরাবৃত্তি চান তিনি। ‘আশা করি, আমরা শিরোপা জিততে পারব, আর সেটা হলে দুর্দান্ত হবে। আমরা জানি, কিভাবে তাদের (ফ্রান্স) আক্রমণ করতে হবে, আমাদের পরিষ্কার পরিকল্পনা আছে। আশা করি, আমরা কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে যেভাবে খেলেছিলাম, এবারও একইরকম খেলতে পারব। তবে পেনাল্টি শুটআউটের যন্ত্রণা ছাড়াই ম্যাচ জিততে হবে।’

পূর্ববর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘প্রতিষ্ঠা-আন্দোলনের’ একটি অজানা অধ্যায়