মেটা ভার্সের ডাস্টবিনে লুকানো
ডাটা সিকিউরিটি খুলে দেখি
পৃথিবী তার ভিতরে নেই-
এইসব অনুষঙ্গ থেকে প্রসঙ্গের সেনসিয়ন্ট এ আইয়ে
লিখে যাই একেকটি মায়াবনের আখ্যান
মাকালের তালে তাল মিলিয়ে
বাড়ছে ধূর্ত কুয়াশা
কোয়ান্টামের ঢেউ এসে লাগছে
শিল্প বিপ্লবের ম্যারাথন শরীরে
বিধ্বস্ত হয়ে যাচ্ছে রিয়ালিটি
অলক্ষ্যে ক্লান্ত নদী বয়ে যায় প্যাগোডার ঘাটে।
ব্লকচেইন বারান্দায় একবার এসো
রেস ইনিকুয়ালিটির হাত ধরে
আমরা জাগিয়ে তুলবো মরে যাওয়া ইকোদের
আর স্বপ্নময়ী ছাতিমের তীব্র আকাঙ্ক্ষাগুলো।