ফেসবুক ব্যবহারে সচেতন হোন

| মঙ্গলবার , ২৪ মে, ২০২২ at ৬:১৮ পূর্বাহ্ণ

আজকাল হরহামেশাই সাইবার অপরাধে জড়িয়ে পড়ছে বিভিন্ন বয়সের ব্যক্তিরা। বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্মার্টফোন ব্যবহার বেশি করে থাকে। এই স্মার্টফোনে খুব সহজেই শিক্ষার্থী ও ফেসবুক ব্যবহারকারীরা কোন পোস্ট করে সাথে হয়তবা চটকদার ক্যাপশন দিয়ে বন্ধুদের বিনা অনুমতিতেই ট্যাগ করছে অনায়াসেই। এভাবে কারো বিনা অনুমতিতে ফেসবুক পোস্টে ট্যাগ করা সাইবার অপরাধ।

ডিজিটাল নিরাপত্তা আইনে বলা আছে- গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বে-আইনী প্রবেশ এবং কারো অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য সংগ্রহ, ব্যবহার করা মারাত্মক সাইবার অপরাধ। এ ধরনের অপরাধ আমলযোগ্য ও অ-জামিনযোগ্য। এ ছাড়াও অনেকে কারো ফেসবুক পোস্টে ইচ্ছামত খামখেয়ালীভাবে আক্রমণাত্মক কমেন্ট, ব্যঙ্গ কিংবা মানহানিকর মন্তব্য করে ফেলে, এটাও সাইবার অপরাধের সামিল। কারো পোস্টে না জেনে বুঝে লাইক, কমেন্ট, শেয়ারে কারো সম্মানহানি বা ভিত্তিহীন তথ্য প্রচারের সামিল হলেও হতে হবে সাইবার অপরাধী। তাই সবাই ফেসবুক ব্যবহারে সতর্ক হোন।

মো. রায়হান আলী
আইনজীবী,
জজ কোর্ট, খুলনা।

পূর্ববর্তী নিবন্ধহেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় : মানব চেতনার কবি
পরবর্তী নিবন্ধযার যা আছে তাতে সন্তুষ্ট থাকাতেই সুখ