ফুটপাত দখল ১০ ব্যবসায়ীকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

নগরের আরাকান সড়কের পুরাতন চান্দগাঁও থেকে কাজীরহাট পর্যন্ত ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ১০ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। একই দিন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পরিচালিত অপর অভিযানে পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডে খাল, নালা নর্দমা ও বাসা-বাড়ির আঙ্গিনায় মশার ওষুধ ছিটানো কার্যক্রম তদারকি করা হয়।
এ সময় বাড়ির আঙ্গিনায়, বিভিন্ন ভবনের ছাদে ও নির্মাণাধীন ভবনের নীচতলায়, ভবনের ছাদ বা ছাদ বাগানে যাতে বৃষ্টির পানি জমে না থাকে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগান বিকৃত করে গাইবেন না হিরো আলম
পরবর্তী নিবন্ধবয়স বাড়ে, মন বুড়ো হয় না : সৈয়দ হাসান ইমাম