ফুটপাত তুমি কার?

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২০ at ৯:২৯ পূর্বাহ্ণ

বন্দরনগরী চট্টগ্রামে শের শাহ’র আমলে তৈরীকৃত ডিটি রোডটি মহাপরিকল্পনা হিসেবে স্বার্থান্বেষী মহলের কারণে তত্বাবধায়ক সরকার, বর্তমান সরকারের আমলে সড়কে জায়গার অবৈধ দখলদারের বিরুদ্ধে নোটিশ, মাইকিং করেও সড়কের অবৈধ দখলদার থেকে উক্ত জায়গা উদ্ধার করতে মুক্তিযোদ্ধা সিডিএর প্রকৌশলী ডিটি রোড উন্নয়ন সংগ্রাম পরিষদের কর্মকর্তাবৃন্দ ব্যর্থ হয়েছে। এই মহামারীর সময়েও বিশ্ব স্বাস্থ্যনীতি উপেক্ষা করে মাস্ক না পরে ও ১৯৭১ সালে সন্ধ্যায় শহীদ হওয়া (কবরস্থান, শহীদ মিনারের) জায়গা দখলকারী ডেভলাপার ও উক্ত শহীদ মিনারের পূর্ব পাশে দোকান করে এভাবে অলংকারের মোড় পর্যন্ত সড়কের উভয় পাশে অবৈধ পার্কিং সহ ফুটপাথে চলাচলের রাস্তা বেআইনীভাবে বন্ধ করে জনগণকে চলাচলে বাধা সৃষ্টি করছে যাহা আইনত দন্ডনীয় অপরাধ। তাই মনছুরাবাদ হতে অলংকার পর্যন্ত অবৈধ পার্কিং ও ফুটপাথ দখলমুক্ত করার জোর দাবী জানাচ্ছি।
এম.এ সালাম
কেন্দ্রীয় আহ্বায়ক
মুক্তিযোদ্ধা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ

পূর্ববর্তী নিবন্ধশ্যামল মিত্র : বাংলা সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র
পরবর্তী নিবন্ধসৃষ্টিশীল কর্ম অনন্তকাল টিকে থাকে