সৃষ্টিশীল কর্ম অনন্তকাল টিকে থাকে

কাব্য কবির | রবিবার , ১৫ নভেম্বর, ২০২০ at ৯:২৯ পূর্বাহ্ণ

লোভ সাহিত্যকে ধ্বংস করে। অনেকে চায় বাড়ি, গাড়ি, অর্থ-সম্পদ, ধন-দৌলত। কিন্তু কবিরা তা চায় না। কবিরা চায় তার কবিতা টিকে থাকুক। কবিরা লোভী নয়। তারা আপন মনের খেয়ালে উপমা, শব্দের সাথে শব্দের জোড়া লাগিয়ে সৃষ্টি করে অপূর্ব কবিতা। যে কবিতা সবাই কে মুগ্ধ করে, উদাস করে, মূল্যবোধ সৃষ্টি করে। সকল কবির বিশ্বাস একদিন ঝরাপাতার মতো ঝরে যেতে হবে এই সুন্দর পৃথিবী থেকে কিন্তু সৃষ্টিশীল কর্ম তো ঝরে যাবে না। টিকে থাকবে অনন্তকাল। কবিদের মন বৃষ্টির পানির মতো স্বচ্ছ। সন্তান ভূমিষ্ট হওয়ার পর সকল পিতা-মাতা চায় তার সন্তান সুখে থাকুক, শান্তিতে থাকুক তেমনি কবিরা চায় মৃত্যুর পরও তার কবিতা টিকে থাকুক বাংলা সাহিত্যে। মিশে থাকুক সমস্ত ভক্তদের হৃদয়ে। সৃষ্টিশীল কর্মের মাঝেই কবিরা বেঁচে থাকে অনন্তকাল।

পূর্ববর্তী নিবন্ধফুটপাত তুমি কার?
পরবর্তী নিবন্ধশিশুর উদ্ভাবনী ও বিশ্লেষণী শক্তিতে স্বপ্নের দিনবদলের শুদ্ধি অভিযান