ফিলিস্তিনে ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘের কার্যকর পদক্ষেপ দাবি

ঢাকায় আবাসিক প্রতিনিধিকে স্মারকলিপি

| মঙ্গলবার , ১৮ মে, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অবৈধ দখলদারিত্ব ও হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘের কার্যকর পদক্ষেপসহ পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ। গতকাল ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পোকে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠন নেতৃবৃন্দ।
পরে আহলে সুন্নাত নেতৃবৃন্দ দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর আক্রমণের শিকার নিরীহ মজলুম ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানানোর জন্য বারিধারার ফিলিস্তিন দূতাবাসে যান। সেখানে তারা ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদ্বানের সাথে সাক্ষাতে মিলিত হন। এ সময় জাতিসংঘ প্রতিনিধি বরাবর প্রদানকৃত স্মারকলিপির একটা কপিও রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়। আলোচনাকালে ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের জনগণ বিশেষত সুন্নী জনতার ভালোবাসা ও সমর্থনই নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য বড় পাওয়া। স্মারকলিপিতে স্বাক্ষর করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদীস কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী ও মহাসচিব সৈয়দ মসিহুদ্দৌলা।
সংগঠনের নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে স্মারকলিপি প্রদান ও ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদি, আহলে সুন্নাত নেতা আলহাজ্ব মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আনিসুর রহমান, ড. মুহাম্মদ নাসির উদ্দীন, মাওলানা সোলাইমান খান রাব্বানী, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, মাওলানা আহমাদ রেজা ফারুকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত মানুষের জন্য অনন্য আয়োজন
পরবর্তী নিবন্ধচন্দনাইশে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা