ফিরোজ শাহ থেকে হেফাজতের সাবেক নেতা গ্রেপ্তার

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১০:৫৪ অপরাহ্ণ

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে চট্টগ্রামে হেফাজতে ইসলামের সাবেক নেতা ও কওমী মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
আজ মঙ্গলবার (১৫ জুন) বিকালে নগরীর ফিরোজ শাহ এলাকা থেকে শামীমুর রহমান (৪০) নামের এই শিক্ষককে গ্রেপ্তারের কথা জানান কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার হাসান মো. শওকত আলী। বিডিনিউজ
শামীম ফিরোজ শাহ এলাকার একটি কওমী মাদ্রাসার হাদিস শিক্ষক এবং ওই এলাকার জামে মসজিদের খতিব।
এই শিক্ষক কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগর কমিটিরও সাবেক নেতা।
পুলিশ কর্মকর্তা শওকত জানান, শুক্রবার গ্রেপ্তার সিরিয়া ফেরত আনসার আল ইসলামের সদস্য সাখাওয়াত হোসেন লালুর তথ্যের ভিত্তিতে শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, “সাখাওয়াত রিমান্ডে শামীম সম্পর্কে তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে।”
পুলিশের বিশেষ এই ইউনিটের কর্মকর্তারা জানান, শামীমের বাসায় আনসার আল ইসলামের সদস্যরা বিভিন্ন সময়ে বৈঠক করেছেন।
শুক্রবার নগরীর দক্ষিণ খুলশী আবাসিক এলাকার আহলে হাদিস জামে মসজিদ এলাকা থেকে নগরীর দামপাড়া এম এম আলী রোড এলাকার বাসিন্দা সাখাওয়াতকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন আদালতে তুলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিল কাউন্টার টেররিজম ইউনিট।
আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিল।
আজ মঙ্গলবার তাকে আদালতে তুলে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে আনে পুলিশ।
নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা জানান, ২০১৭ সালে বাংলাদেশ থেকে তুরস্ক হয়ে সিরিয়া যান সাখাওয়াত ।
সেখানে প্রশিক্ষণ ও যুদ্ধ শেষে ইন্দোনেশিয়া গিয়ে ‘জিহাদী’ কার্যক্রম পরিচালনা করেছিলেন। ২২ মার্চ ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরে আসেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে জনসনের এক ডোজের করোনা টিকার অনুমোদন
পরবর্তী নিবন্ধইঁদুরের ওষুধ খাইয়ে ছোট ভাইকে জবাই করল বড় ভাই