ফিটনেস টেস্টে ফেল করলেন নাসির হোসেন

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১১ নভেম্বর, ২০২০ at ৫:৫৬ পূর্বাহ্ণ

মঙ্গলবার দ্বিতীয় দফায় ক্রিকেটারদের ফিটনেস টেস্ট করা হয়। দ্বিতীয় দফার ফিটনেস টেস্টে পাস করতে পারেননি স্পিন বোলিং অলরাউন্ডার নাসির হোসেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ফিটনেস টেস্টে পাস মার্ক ১১, সেখানে নাসিরের স্কোর ৮। যারা ফিটনেস টেস্টে পাস করতে পারেননি তাদের আর কোনো রকম সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। নান্নু বলেন, ‘ওর (নাসিরের) তো খুব খারাপ অবস্থা। ও খেলতে পারবে না। ৮ তো আমিই টেস্ট দিলে পাব। যারা ফেল করছে তাদের আর কোনো পরীক্ষা নেয়া হবে না। ফিটনেস টেস্টে পাশ করতে হলেও অনুশীলন করতে হয়। আপনি এসেই তো আর পাশ করতে পারবেন না তাই না? আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফিস ভালো করেছে। এতেও ওর (নাসিরের) শিক্ষা হয়নি? তাই বলে মাত্র ৮! নিক লিও দেখে হাসছে। লজ্জাজনক। একজন জাতীয় পর্যায়ের প্লেয়ার, প্রথম শ্রেণির চুক্তিভুক্ত প্লেয়ার, তার ফিটনেস লেভেল হলো ৮!’নাসির ছাড়াও পাস করতে পারেননি সোহাগ গাজী। ফিটনেস টেস্টে যারা পাশ করতে পারেননি তাদেরকে কোনোরকম ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নান্নু। তিনি বলেন, ‘সোহাগ গাজীর কথাই ধরুন না, ওর ফিটনেস লেভেল ৯। যারা ফেল করেছে ওদের নিয়ে আর নতুন করে ভাবার কিছু নেই। দুই বছর হল ওদের নিয়ে দৌঁড়াচ্ছি। আর সম্ভব না। নিজের ফিটনেস নিজের কাছে। এটা কী আমি আপনি করে দিতে পারব? আপনি যতদিন ফিট থাকবেন খেলবেন, না হলে খেলবেন না। আমার মনে হচ্ছে নাসিরের ক্রিকেট খেলার ইচ্ছেই নাই।

পূর্ববর্তী নিবন্ধসালমার প্রশংসায় মান্ধানা
পরবর্তী নিবন্ধএবার সস্ত্রীক করোনা আক্রান্ত মোমিনুল