এবার সস্ত্রীক করোনা আক্রান্ত মোমিনুল

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১১ নভেম্বর, ২০২০ at ৫:৫৮ পূর্বাহ্ণ

করোনা বেশ ভালভাবেই ধাক্কা দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে। মাহমুদউল্লাহর পর এবার মোমিনুল হকের শরীরেও ধরা পড়েছে করোনাভাইরাস উপস্থিতি। যদিও মোমিনুল জানালেন, খুব বেশি শারীরিক সমস্যা তার নেই। একটু জ্বর ছিল। গত সোমবার টেস্ট করিয়েছিলাম। গতকাল দুপুরে ফল পেয়েছি পজিটিভ। যথেষ্ট সতর্ক থাকার চেষ্টা করেছি। তারপরও হয়ে গেল। এমনিতে ভালোই আছি। জ্বর নেই এখন। একটু মাথা ঝিমঝিম করা ছাড়া আপাতত তেমন কোনো সমস্যা নেই। আপাতত নিজ বাসায়ই আইসোলেশনে থাকবেন মোমিনুল। কিছুদিন আগে প্রেসিডেন্ট’স কাপ ওয়ানডে টুর্নামেন্টে খেলেছেন মোমিনুল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনেও তিনি ছিলেন নিয়মিত। কোভিড আক্রান্ত হওয়ায় এখন তার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলা অনিশ্চিত। এই মাসের তৃতীয় সপ্তাহে হওয়ার কথা এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। মোমিনুলের আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তান সুপার লিগে খেলতে যেতে পারেননি মাহমুদউল্লাহ। তার শারীরিক অবস্থাও ভালো। আইসোলেশনে আছেন নিজ বাসায়। জাতীয় ক্রিকেটারদের মধ্যে এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন অপু, সাইফ হাসান ও আবু জায়েদ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধফিটনেস টেস্টে ফেল করলেন নাসির হোসেন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে দর্শক আনতে চায় বিসিবি