ফার্মেসির অনৈতিকতা বন্ধ করা হোক

| শুক্রবার , ২০ জানুয়ারি, ২০২৩ at ৪:৫৭ পূর্বাহ্ণ

 

বর্তমান মানুষের সেবায় নিয়োজিত ফার্মেসিগুলো আজ মানুষের প্রতি জুলুম করে যাচ্ছে নিয়মিত যা একেবারে অনৈতিক। এমন অনেক বিষয় রয়েছে যেগুলো পরিহার করা প্রতিটি ফার্মেসি পরিচালকদের একান্ত কর্তব্য। পূর্বের কমরেটে ক্রয়কৃত পণ্য বর্তমান পণ্যের দরে বিক্রি করা সম্পূর্ণ অনৈতিক। এইভাবে ক্রেতাদের প্রতি অবিচার করা হচ্ছে নিয়মিত।

পূর্বের কম মূল্যে ক্রয়কৃত পণ্য কেন বর্তমান মূল্যে বিক্রি করা হবে? সরকারিভাবে এর দণ্ডবিধি রয়েছে ‘কোন ব্যক্তি কোন আইন বা বিধির অধীন নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কোনও পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় কিংবা বিক্রয়ের প্রস্তাব করিলে তিনি অনূর্ধ্ব এক বৎসর কারাদণ্ড, বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন’।

(ভোক্তার অধিকার সংরক্ষণ আইন, ২০০৯) তাছাড়া মেয়াদ উত্তীর্ণ কিংবা শর্ট ডেইটের প্রোডাক্টগুলো ক্রেতাদের অজ্ঞাতে বিক্রি করা হচ্ছে যা সম্পূর্ণ অনৈতিক। পাশাপাশি ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদিত নয় এমন প্রোডাক্টও বিক্রি করা হচ্ছে প্রায় প্রতিটি ফার্মেসিতে। অতএব, ঔষধ প্রশাসন কর্তৃক এর কার্যকরী ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আবদুর রশীদ (ফার্মাসিস্ট)

সাতকানিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধশহীদ আসাদ : নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের মূর্ত প্রতীক
পরবর্তী নিবন্ধতুমি শুনতে পেয়েছিলে