তুমি শুনতে পেয়েছিলে

দীপান্বিতা চৌধুরী | শুক্রবার , ২০ জানুয়ারি, ২০২৩ at ৪:৫৮ পূর্বাহ্ণ

একটু ভালোবাসবে?

দুটোই তো শব্দ!

তবুও ভার নিতে পারলে না।

জানো তো,ভীষণ জোরে মেঘ ডাকছিলো

সেই সন্ধ্যে থেকে,

তুমি শুনতে পেয়েছিলে?

ধূসর আকাশ অচিরেই কালো চাদরে মুখ ঢেকে নিয়েছিলো

দেখেছিলে তুমি?

অনেক খুঁজেছি তোমায় জানো?

পাইনি।

কোথাও পাইনি।

তুমি জানতেও পারলে না

কতটা ভিজেছি আজ

ফোঁটা ফোঁটা বৃষ্টিতে।

হুম……

ফোঁটা ফোঁটা বৃষ্টিতে।

আমি চিৎকার করে বলেছিলাম

ও আকাশ! তুমি ও কি আমার মতোই ছন্নছাড়া?

তুমি ও কি আমার মতোই চোখের কোণে কান্না লুকাও?

তুমি শুনেছিলে আমার চিৎকার?

পূর্ববর্তী নিবন্ধফার্মেসির অনৈতিকতা বন্ধ করা হোক
পরবর্তী নিবন্ধমানবতা তুমি জাগো