ফাইনালের ব্যবহারিক ক্লাস পরীক্ষা নিতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১০:৪৩ পূর্বাহ্ণ

ব্যবহারিক ক্লাস-পরীক্ষার কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত ফল আটকে আছে, তাদের সেই ক্লাস ও পরীক্ষা নেওয়ার অনুমতি দিতে যাচ্ছে সরকার। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি মেনে এসব ব্যবহারিক ক্লাস-পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর জানিয়েছেন। খবর বিডিনিউজের।
বুধবার তিনি বলেন, করোনা মহামারীর মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস ও পরীক্ষা নেওয়া হলেও ব্যবহারিক পরীক্ষা আটকে ছিল। ফলে অনেকেই চূড়ান্ত ফল পাচ্ছিলেন না। অধ্যাপক আলমগীর বলেন, ১০ জনের বেশি শিক্ষার্থীর পরীক্ষা একসঙ্গে নেওয়া যাবে না। একটি বিষয়ে একটির বেশি পরীক্ষা একদিনে নেওয়া যাবে না। এছাড়া প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবেন এবং পরীক্ষা শেষ করার আধাঘণ্টা পর শিক্ষা প্রতিষ্ঠান ছাড়ার শর্ত দেওয়া হবে বলে জানান তিনি। অধ্যাপক আলমগীর বলেন, গত বুধবার কমিশনের এক সভায় নেওয়া এই সিদ্ধান্ত শিগগিরই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জানিয়ে দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকাল আজকাল
পরবর্তী নিবন্ধবায়েজিদ থানা মৎস্যজীবী লীগের আলোচনা সভা