ফরিদ আহমেদ ছিলেন দলের দুঃসময়ের নেতা

স্মরণসভায় ডা. শাহাদাত

| শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ৫:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মরহুম ফরিদ আহমেদ (বি.এ) ছিলেন দলের দুঃসময়ের ত্যাগী নেতা। ১/১১ এর দুঃসময়ে ফরিদ আহমদ দলের জন্য নিরলসভাবে কাজ করেছেন। তিনি ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া বিএনপির রাজনীতিতে সারাজীবন কাজ করে গেছেন। তার মৃত্যুতে বিএনপি একজন পরিশ্রমী ও দল পাগল মানুষকে হারালো। বিএনপি পরিবার তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি গতকাল শুক্রবার বাদে আসর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাকলিয়া থানা বিএনপির সভাপতি ফরিদ আহমদের (বি.এ) স্মরণ অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।
মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক মরহুম আফতাবুর রহমান শাহীনের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন নিমতোয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিরাজুল মোস্তফা। ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেকান্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী ইমরান উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে অংশগ্রহণ করেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, নগর বিএনপি নেতা এম আই চৌধুরী মামুন, ইব্রাহিম বাচ্চু, আমিন মাহমুদ, অধ্যক্ষ খোরশেদ আলম, ইসমাইল বাবুল, হাজী নবাব খান, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বিএনপি নেতা মো. আলমগীর, এটিএম ফরিদ, হাজী মোহাম্মদ ইউনুস, শেখ মোহাম্মদ আলাউদ্দিন, আব্দুল কাদের, মো. শফিকুর রহমান, গোলজার হোসেন লেদু, খোরশেদ আলম, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, রোকন উদদুল্লাহ, রাজা মিয়া, হোসেন সওদাগর, নগর যুবদল নেতা নাসির উদ্দিন চৌধুরী নাসিম, আসাদুর রহমান টিপু, কামাল উদ্দিন, জিয়াউল হক মিন্টু, শেখ কামাল আলম, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, আবদুল্লাহ আল জিতু, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সেলিম, যুবদল নেতা মোহাম্মদ হাসান, আব্দুল জলিল, মোস্তাকিম মাহমুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে দায়ের কোপে আহত বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধসাবেক মন্ত্রী মাহমুদুন্নবী চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ