ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় জশনে জুলুছের র‌্যালি

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলা শাখার ব্যবস্থাপনায় বৃহত্তম জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন করা হয়েছে। দুপুর ২টায় ফটিকছড়ি ডাক বাংলো রোড থেকে জুলুছ আরম্ভ হয়ে বিবিরহাট সদরে প্রদক্ষিণ করে ফটিকছড়ি মাদরাসায় এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। মাওলানা খাজা মুহাম্মদ আবু তাহের আলকাদেরীর সভাপতিত্বে ও মুহাম্মদ আবদুল্লাহ আল মাছউদ কাদেরী ও মাস্টার মুহাম্মদ ওসমান খাঁ এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। এতে প্রধান আলোচক ছিলেন অ্যাড. মোছাহেব উদ্দিন বখতেয়ার, বিশেষ আলোচক ছিলেন ড. সৈয়্যদ মুহাম্মদ হাসান আল আযহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, আহসান হাবিব চৌধুরী, উপাধ্যক্ষ আল্লামা তৈয়্যব খাঁন আলকাদেরী, আফতাব উদ্দিন চৌধুরী, এএইচএম মিনহাজুল ইসলাম জসিম, মাওলানা নুরুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ আবদুল মন্নান, শায়ের মুহাম্মদ এমদাদুল ইসলাম কাদেরী প্রমুখ।
রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উত্তর শাখার উদ্যোগে ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত রাঙ্গুনিয়া উত্তরের সহযোগিতায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস (র‌্যালি) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার র‌্যালিটি হোছনাবাদ ইউনিয়নের মোগলের হাট তৈয়বিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া মাদরাসা মাঠ থেকে শুরু হয়। র‌্যালিটি চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার ইসলামপুর গাবতল, রাণীরহাট, পারুয়া ডিসি সড়ক এবং চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ঘাটচেক, রোয়াজারহাট, মরিয়মনগর চৌমুহনী ও মরিয়মনগর ডিসি সড়ক প্রদক্ষিণ শেষে একই মাঠে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উদ্বোধক ছিলেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা এম এ মান্নান আলকাদেরী। সভাপতিত্ব করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের সভাপতি গাজী মাওলানা আবুল কালাম বয়ানী। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। প্রধান ওয়ায়েজ ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার প্রধান ফকিহ আল্লামা মুফতি আবদুল ওয়াজেদ। বিশেষ বক্তা ছিলেন এডভোকেট জাহাঙ্গীর আলম। কাজী মো. মামুনুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার উপাধ্যক্ষ ড. আ. ত. ম. লিয়াকত আলী (মা.), আল্লামা ওসমান গণি, আল্লামা নুরুন্নবী, মাস্টার জমির হোসেন, মাওলানা আবু নওশাদ নঈমী, মো. ওমরা মিয়া, অধ্যাপক মো. গোফরান, মুহাম্মদ গোলাম কিবরিয়া, আবদুল মোতালেব মাতব্বর, কাজী মোহাম্মদ লোকমান, এইচ এম শহীদুল্লাহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর শ্রমিক লীগের সভা
পরবর্তী নিবন্ধ‘জনগণের জয় হবে সিআরবি মুক্ত হবে’