ফটিকছড়িতে সনাতন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

আজাদী অনলাইন | সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ at ৮:২৮ অপরাহ্ণ

একদিকে মহামারি করোনা, অন্যদিকে তীব্র শীতে কষ্ট পাচ্ছে সুবিধাবঞ্চিত চাগানের মানুষেরা।
এবার তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সনাতন সংগঠন। ফটিকছড়ির ভুজপুর নিউ দাঁতমারা চা বাগানে শতাধিক শ্রমিকের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন তারা।
আজ সোমবার (১৮ জানুয়ারি) চা বাগানের দুর্গা মন্দিরের মাঠে শ্যামল কর্মকারের সভাপতিত্বে অনুপম ভট্টাচার্যের সঞ্চালনায় অুনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রেষ্ঠ সনাতন কর্মী সুমন বণিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মিহির, রূপন দাশ, রূপক দে, মৃদুল কর্মকার।
স্বাগত বক্তব্য রাখেন মাস্টার পার্থ ঘোষ, মাস্টার কৃষ্ণ শীল, নিরঞ্জন নাথ মন্টু।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রতি বছর সনাতন সংগঠন সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে শীত উৎসবের আয়োজন করে থাকে। এ বছর করোনার কারণে শীত উৎসব নয় শীতের সুরক্ষার দিকটি বিবেচনায় রেখে মানুষের মাঝে শীতের কম্বল, মাস্ক এবং সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন পরিচালনা করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুপম ভট্টাচার্য, বাসব কুমার দাশ, সুমন কুমার দে, অমল কান্তি, সুমন চক্রবর্তী, প্রণজিৎ সেন, পলাশ ঘোষ, রতন বাগদী, অপু কুর্মী, রনি দে, পলাশ গুহ, রিকাশ শীল, প্রভাষ গুহ, সৈকত কুর্মী রুবেল, নন্দন সহ ফটিকছড়ি সনাতন ইউনিটের সকল সদস্য।

পূর্ববর্তী নিবন্ধআবেদীন কলোনিতে শৈবাল দাশ সুমনের গণসংযোগ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় সড়ক উন্নয়নে অনিয়মের প্রতিবাদে প্রতীকী লাশ নিয়ে মানববন্ধন