প্রয়াত ত্যাগী নেতাদের অনুসরণ করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে

চৌধুরী মাহমুদ কামালের স্মরণ সভায় নাছির

| সোমবার , ৩১ অক্টোবর, ২০২২ at ১১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, ’৭৫ পরবর্তী দূর্বিনীত দুঃসময়ে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদের মধ্যে প্রয়াত চৌধুরী এনজি মাহমুদ কামাল ছিলেন অন্যতম। তিনি আরো বলেন, আমাদের পূর্বসূরীদের রাজনীতিক ত্যাগ-তিথিক্ষা স্মরণ রেখে নতুনদের সামনে এগিয়ে যেতে হবে।

তিনি গতকাল রোববার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চৌধুরী এনজি মাহমুদ কামালের ৩১তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির চৌধুরী বলেন, এনজি মাহমুদ কামাল একজন বিনয়ী, পরিচ্ছন্ন ও সুদর্শন রাজনৈতিক নেতা ছিলেন। তিনি বুনিয়াদি ঘরের সন্তান হয়েও গণমানুষের নেতা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। বঙ্গবন্ধুর একজন প্রিয় মানুষ হিসেবে ৭৫ পরবর্তী সময়ে তিনি যথেষ্ট সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বদিউল আলম, ডা. মঈনুল ইসলাম মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মাহমুদ শমসের, চন্দন ধর, পেয়ার মোহাম্মদ, সাইফুদ্দীন খালেদ বাহার, সাহাব উদ্দীন আহমেদ, মো. মঈনুদ্দীন, রুবাব আহসান, মোসলেম উদ্দীন, ফয়জুল্লাহ বাহাদুর, জুলকার নাঈম মাহমুদ সুমন।

উপস্থিত ছিলেন শফিক আদনান, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মোহাম্মদ হোসেন, মোঃ আবু তাহের, মোঃ শহীদুল আলম, গাজী শফিউল আজিম, সৈয়দা নাজিমুন নেছা চৌধুরী, কায়সার মাহমুদ, হারুনুর রশিদ, আনছারুল হক, রেজাউল করিম কায়সার, আতিকুর রহমান, শেখ সরওয়ার্দী, ইকবাল হাসান, সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, আব্দুল আজিজ মোল্লা, জামাল উদ্দীন, রুহুল আমিন মুন্সী, আব্দুল মালেক, শাহেদুল আজম শাকিল, আব্দুল হান্নান, আসিফ খান, সুলতান নাসির উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিসচা’র অনুষ্ঠানে যোগ দিতে আজ চট্টগ্রামে আসছেন ইলিয়াস কাঞ্চন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিদ্যুৎ সাশ্রয়ী অভিযান