প্রিমিয়ার ভার্সিটির সিন্ডিকেট সভা

| সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ও সিন্ডিকেট-সভাপতি প্রফেসর ড. অনুপম সেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভার সঙ্গে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সভায় উপস্থিত ছিলেন রেক্টর (সচিব), বিসিএস প্রশাসন একাডেমি সচিব মোমিনুর রশিদ আমিন, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, সমাজবিজ্ঞান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, চ বি ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আকতার হোসেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইফতেখার মনির, রেজিস্ট্রার খুরশিদুর রহমান । সভায় গত ৫ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সার্বিকভাবে শুরু করার বিষয়ে একাডেমিক কাউন্সিলের প্রস্তাব অনুযায়ী ২৪ অক্টোবর থেকে শিক্ষার্থীদের শারীরিক উপস্থিতির মাধ্যমে শিক্ষাদান শুরু করার সিদ্ধান্ত গৃহিত হয়।

পূর্ববর্তী নিবন্ধ৭০-এ পা রাখলেন আমাদের জাহাঙ্গীর ভাই
পরবর্তী নিবন্ধতামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সভা ও ভ্যাট বুথ উদ্বোধন