প্রিমিয়ার ক্রিকেট লিগে লজ্জার হার সিটি কর্পোরেশনের

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৮ মার্চ, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ক্রিকেট লিগে হেরেই চলেছে সিটি কর্পোরেশন একাদশ। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শহীদ শাহজাহান সংঘ ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে সিটি কর্পোরেশন একাদশকে। গতকাল দলটির ক্রিকেটারদের খেলা দেখে মনে হয়েছে তারা যেন হেরে যাওয়ার লক্ষ্যেই নেমেছে মাঠে। ক্রিকেটারদের মধ্যে নেই কোন সমন্বয়। মাঠে কেই কারো কথা শোনেনা তেমন অভিযোগ রয়েছে। ফলে নিজেরা ব্যাট হাতে যেমন চরম লজ্জা পেয়েছে তেমনি বল হাতে আরো বেশি লজ্জা পেয়েছে। ফলে শহীদ শাহজাহান সংঘ একরকম উড়িয়ে দিয়েছে সিটি কর্পোরেশন একাদশকে। সকালে টসে হেরে ব্যাট করতে নামে সিটি কর্পোরেশন একাদশ। শুরুটা ভালই করেছিল তারা। কিন্তু ২৯ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গার পর আর কোন ব্যাটারই দাঁড়াতে পারেনি। একের পর এক সাঝঘরে ফিরেছে ব্যর্থতার পরিচয় দিয়ে। ১১ রান করা তৌসিফ ফিরলে ভাঙ্গে উদ্বোধনী জুটি। ৪৯ রানের মাথায় ফিরেন ২৭ রান করা রোকন। এরপর শাহজাহান সংঘের বোলারদের তোপের মুখে পড়ে একের পর উইকেট হারাতে থাকে সিটি কর্পোরেশন। মিনহাজের ২১ আর জাবেদের ১৬ রান না হলে হয়তো শতরানের নিচে অল আউট হতো সিটি কর্পোরেশন একাদশ। শেষ পর্যন্ত ১০১ রানে অল আউট হয় তারা। দলের সাতজন ব্যাটার দুই অংকের ঘরে যেতে পারেনি। শহীদ শাহজাহান সংঘের পক্ষে ১১ রানে ৩ উইকেট নিয়েছেন স্বজন। ২টি করে উইকেট নিয়েছেন আজাদ এবং সুমন। ১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শহীদ শাহজাহান সংঘের দুই ওপেনার সুমন এবং আতিক শুরু থেকেই চড়াও হয় সিটি কর্পোরেশন একাদশের বোলারদের উপর। কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি দলটির বোলাররা। ফলে মাত্র ১৪.৪ ওভারে লক্ষ্যে পৌছে যায় শাহাজাহন সংঘ কোন উইকেট না হারিয়ে। ৮ জন বোলার ব্যবহার করেও কোন উইকেট তুলে নিতে পারেনি সিটি কর্পোরেশন একাদশ। শাহাজাহন সংঘের সুমন ৪২ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার এবং তিনটি ছক্কা মেরেছেন। আরেক ওপেনার অপরাজিত ছিলেন ৪৬ বলে ৩৭ রান করে। তিনি ৭টি চার মারেন।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস প্রিমিয়ার ব্যাডমিন্টন লীগ শুরু
পরবর্তী নিবন্ধআলী আজগর চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফতেয়াবাদ মাদ্রিদস্থা চ্যাম্পিয়ন