প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলির পরীক্ষামূলক কাজ শুরু

| বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বহুল প্রতীক্ষিত অনলাইনে বদলির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। খবর বিডিনিউজের।

অনুষ্ঠানে আ ক ম মোজাম্মেল হক বলেন, অনলাইনে এ বদলির কার্যক্রম শিক্ষকদের শান্তি ও স্বস্তি দেবে, তারা একাগ্রচিত্তে শ্রেণিকক্ষে পাঠদানে মনোনিবেশ করতে পারবেন।

তিনি আক্ষেপ করে বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ প্রয়াস নেওয়ার পরও শিশুরা প্রাথমিক বিদ্যালয় ছেড়ে কেজি স্কুলে ভর্তি হচ্ছে; যা অত্যন্ত দুঃখজনক। তিনি এ অবস্থার পরিবর্তনে প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পূর্ববর্তী নিবন্ধইডেন রেসিডেন্সিয়াল স্কুলে কমিউনিটি পুলিশিং কার্যক্রম
পরবর্তী নিবন্ধচাকতাইয়ে পণ্যবাহী ট্রাকে আবারও চাঁদাবাজির অভিযোগ