প্রবাসীদের রেমিট্যান্স দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে

আমিরাতে সম্বর্ধনা সভায় বক্তারা

এম এ মন্নান, (আরব আমিরাত) থেকে | বুধবার , ২০ জানুয়ারি, ২০২১ at ১০:৪৭ অপরাহ্ণ

বিশ্বের নানা দেশ হতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের রেমিট্যান্সই দেশের রিজার্ভ রেকর্ড পরিমাণ হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে আবাসন ব্যয় কমানো সহ এয়ারপোর্টে হয়রানি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন সম্বর্ধনা সভার বক্তারা।
গত সোমবার (১৮ জানুয়ারি) বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ সরকার কর্তৃক কমার্শিয়াল ইমপোর্টেন্ট পার্সন (সিআইপি) সন্মানে ভূষিত হওয়ায় শারজাহ মজলিশ আল মদিনা হোটেলে আয়োজিত সংবর্ধনায় এসব মন্তব্য করেন বক্তারা।
সংগঠনের সভাপতি আরশাদ হোসাইন হিরুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাসেমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন প্রধান উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি দুবাই-এর আহ্বায়ক অধ্যাপক এমএ ছবুর, উপদেষ্টা মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সমিতি শারজাহ-এর সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গণি চৌধুরী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী রওশন, সহ-সভাপতি আহাম্মেদ আলী জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোরশেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন ইকবাল, উপদেষ্টা আমির হোসেন, মোহাম্মদ ইদ্রিছ, জসিম উদ্দিন, মোহাম্মদ বজল আহমেদ, মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।
শেষে মোনাজাত পরিচালনা করেন শহিদুল ইসলাম দিনু। মোনাজাতে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবান্ডেল এসি দত্ত লেইন, মুসলিম হাই স্কুল ও মেনকা স্কুলে নৌকার অফিস উদ্বোধন
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা