প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সিআরবিতে উড়ল শত বেলুন

আজাদী অনলাইন | বুধবার , ২৯ সেপ্টেম্বর, ২০২১ at ৩:৫৬ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সিআরবিতে উড়ল শত বেলুন। একশ সুবিধাবঞ্চিত শিশু পেল শিক্ষা উপকরণ ও খাবার। আর সিআরবি রক্ষার আকুতি জানিয়ে স্কুলছাত্রী সুমাইয়া পাঠ করলেন প্রধানমন্ত্রীকে লেখা চিঠি। ব্যক্তিক্রমি এই আয়োজনে চট্টগ্রামের সিআরবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলো হাসপাতাল প্রকল্প সিআরবি থেকে সরিয়ে নেয়ার দাবিতে আন্দোলনকারীরা।

স্কুলছাত্রী সুমাইয়া খাতুন তার চিঠিতে লেখেন-মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই, আপনি আরো অনেক বছর বেঁচে থাকুন। আমরা এ দেশকে সোনার বাংলা হিসেবে দেখতে চাই। আরেকটা অনুরোধ করছি। আমাদের সিআরবিকে আমাদের কাছে ফিরিয়ে দিন। ইতি আপনার সন্তান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নাগরিক সমাজ চট্টগ্রাম সিআরবিতে এই অনুষ্ঠানের আয়োজন করে। একশ সুবিধা বঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হয়। তাছাড়া সিআরবি রক্ষায় একশো বেলুনে প্রধানমন্ত্রী বরাবর আকাশে চিঠি উড়িয়ে দেওয়া হয়।

নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

বক্তব্য রাখেন অধ্যাপক ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, শিক্ষক হোসাইন কবির, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন, সাবেক ছাত্র নেতা শাহাজান চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক কাজী মহসিন, ন্যাপ কেন্দ্রীয় নেতা মিঠুল দাশ গুপ্ত, ১৪ দল নেতা জসিম উদ্দিন বাবুল, শিক্ষক নেতা অঞ্চল চৌধুরী, আলাউদ্দিন তাহের, বেলায়ত হোসেন, রাশেদ হাসান, স্বপন মজুমদার, পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদ, চট্টগ্রাম শিল্প কলার যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন কোহেল, সাংবাদিক ঋত্বিক নয়ন, হাজী ইব্রাহিম, গোলাম মোস্তফা মুশতাক, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নুরুল আজিম রনি, অ্যাডভোকেট রাশেদুল আলম, রেজাউল আলম রিপন, মোহাম্মদ আইউব, সাবের আহমেদ, আরফাতুল মন্নান ঝিনুক, মহানগর ছাত্রলীগ নেতা এম আর হৃদয়, কবি মিনু মিত্র, তাপস দে, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন পলাশ, মায়মুন উদ্দিন মামুন।

প্রনব চৌধুরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাবের আহমেদ, আরফাতুল মান্নান ঝিনুক, মোহাম্মদ মোরশেদুল আলম, মোহাম্মদ আইয়ুব, আওয়ামী লীগ নেতা তাপস দে, সাজ্জদ হোসেন জাফর, অ্যাডভোকেট অনির্বাণ দত্ত, জয়তুন নাথ, শাহারীয়ার তানিম, অ্যাডভোকেট জায়দিদ, মোহাম্মদ সাকিব প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষা সামগ্রী প্রদান করেন বিজয় একাত্তরের সাধারণ সম্পাদক ডা. আর কে দাস রুবেল, খাবার বিতরণ করেন রাশেদুল কাদের সাহিম। গান পরিবেশন করবেন আলাউদ্দিন তাহের, রিয়া দাশ চায়নার পরিচালনায় নৃত্য নিকেতনের ক্ষুদে বন্ধুরা নৃত্য পরিবেশন করেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধজনভোগান্তি সৃষ্টি করে সরকারবিরোধী উসকানি সৃষ্টির চেষ্টা করছে ম্যাক্স: সুজন (ভিডিও দেখুন)